• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১০:০৮:০৩ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ১০:০৮:০৩ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ঐতিহ্যবাহী ‌সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের অবস্থা জরাজীর্ণ

৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫১:০৫

ঐতিহ্যবাহী ‌সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের অবস্থা জরাজীর্ণ

সোহরাওয়ার্দী ক‌লেজ প্রতিনিধি: লক্ষীবাজারে অবস্থিত পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায় হাতের বাম পাশের মেইন রোডের উপরের দিকে তাকালে দেখা যাবে কলেজের সাইনবোর্ড। আর কলেজটির মূল ফটকের অবস্থা জরাজীর্ণ রয়েছে।

কলেজটি এক একর জায়গার উপর অবস্থিত। কলেজটিতে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীও রয়েছে।  কলেজটিতে তিনটি অনুষদের অধীনে ১৭টি বিষয় অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে।

বর্তমানে কলেজটিতে প্রায় ১১ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে।২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।

যার ফ‌লে এখা‌নে ভ‌র্তি প‌রীক্ষা, চাক‌রির প‌রিক্ষাসহ গুরুত্বপূর্ণ প‌রীক্ষাসমূহ অনু‌ষ্ঠিত হয়। কিন্তু মূল ফট‌কের নাম অস্পস্ট ও জরাজীর্ণ হওয়ার ফ‌লে প্রায় শিক্ষার্থী‌দের বিভ্রা‌ন্তি‌তে পর‌তে হয়। নাম স্পস্ট না থাকায় অনেকে ম‌্যাপ ব‌্যবহার ক‌রেও খু‌জে না পাওয়ার বিষ‌য়ে অভিযোগ ক‌রে‌ছেন।

কলেজটি মূলফটক আধুনিকায়ণ করার বিষয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল ব‌লেন, নাম পলকটা নতুন করে লাগিয়ে এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ছবি, আরেক পাশে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছবি দিয়ে নাম পলকটি লাগানোর জন্য আবেদন করবো।

সোহরাওয়ার্দী কলেজে মূলফটকের আধুনিকায়ণ করার বিষয় জানতে চাইলে কলেজ অধ্যক্ষ, অধ্যাপক মো মোহসিন কবীর বলেন, আমি মূল ফটকটি আধুনিকায়ণ করার জন্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছি। এক বছর হয়ে গেছে, এখ‌নো কো‌নো আপ‌ডেট পাইনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮