• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

জমতে শুরু করেছে একুশে বইমেলা

৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:২৭:৩৪

জমতে শুরু করেছে একুশে বইমেলা

মুজাহিদ: বরাবরের ন্যায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা। পেরিয়েছে প্রায় এক সপ্তাহ। ইতোমধ্যে মেলায় এসেছে ২ শতাধিক নতুন বই। ধীরে ধীরে বাড়ছে পাঠকদের সমাগম। লেখক, প্রকাশক ও পাঠকের এই মেলা দিনে দিনে যেন রূপ নিচ্ছে মহা মিলনমেলায়। প্রতিদিন নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, দর্শণার্থী, ক্রেতা ও পাঠকের সমাহর বইমেলাকে নিয়ে যাচ্ছে অন্য মাত্রায়।

বইমেলা তথ্যকেন্দ্রের হিসেব মতে, এবছর এখন পর্যন্ত (২ তারিখ থেকে ৫ তারিখ) প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ২৪১টি। এবারের বইমেলায় মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৬৩৫টি, মোট প্যাভিলিয়ন ৩৭টি এবং মোট স্টল আছে ৯৪৪টি।

৫ ফেব্রুয়ারি সোমবার সরেজমিনে দেখা গেছে, মেলায় আগত দর্শণার্থীদের অধিকাংশই তরুণ-তরুণী। তাদের পছন্দের শীর্ষে উপন্যাস ও কবিতার বই। শিশুদের পছন্দ কার্টুন, ভূতের ও ছড়ার বই। এছাড়াও আঁকা-আঁকির বইও কিনতে দেখা গেছে। এছাড়া সিসিমপুরের স্টলেও শিশুদের ভিড় লেগেই থাকে।

মেলায় আগত মৌসিনা তানজীম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বই মনের পরিধি বাড়ায়, তাই সময় পেলেই বই পড়া ও কেনা হয়। বই মেলাই প্রতিবছর নতুন নতুন বই আসে, যা পড়তে ভালোই লাগে। তাই প্রতিবারই আসা হয়। কিন্তু এবার অন্যবারের তুলনায় বইয়ের দাম একটু বেশি বলে মনে হল আমার কাছে।’

হ্যাপি নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘এটা আমার দ্বিতীয়বার বইমেলাতে আসা। বই পড়া বরাবরই আমার পছন্দের। তাই প্রতি বছর ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় থাকি। নতুন বইয়ের প্রতি আগ্রহের জায়গা থেকে এখানে আসা। তবে এবার তুলনামূলক বইয়ের মানের তুলনায় দাম বেশি বলেই আমার মনে হল।’

আকাশ প্রকাশনীর বিক্রয়কর্মী রেদওয়ান রাহাত বলেন, ‘আমাদের এখানে প্রতিদিনই বেচা-বিক্রি মোটামুটি ভালই হচ্ছে। দিনে দিনে এর পরিমান টা আরও বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের স্টলের ডিজাইনটা অন্যদের থেকে ভিন্ন, সেহেতু এখানে ক্রেতার থেকেও দর্শণার্থী ও উৎসুক মানুষের সংখ্যাটা তুলনামূলক বেশি।’

আগামী প্রকাশনীর বিক্রয়কর্মী সজিব হোসেন বলেন, ‘অমর একুশে বইমেলা ২০২৪-এর আজকে পঞ্চমতম দিন। এখন পর্যন্ত দর্শণার্থীই বেশি দেখা যাচ্ছে। ক্রেতাদের সমাগম এখনও পর্যন্ত কম। তবে আশা করছি সামনের দিনগুলোতে ক্রেতাদের সংখ্যা বাড়বে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩