• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৫:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৫:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

প্রভাবশালীদের দখলে ওয়াক-আপ কর্মচারীদের স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট

৬ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৩৬

প্রভাবশালীদের দখলে ওয়াক-আপ কর্মচারীদের স্টাফ কোয়ার্টারের ফ্ল্যাট

বিশেষ প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ওয়াক-আপ কর্মচারীদের জন্য বরাদ্দ করা স্টাফ কোয়ার্টারে ফ্ল্যাট দখল করে চলছে রমরমা ভাড়াবাণিজ্য। মূল্যবান সরকারি জমি-ফ্ল্যাট দখলে নিয়ে নতুন করে বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে আসছেন একটি প্রভাবশালী সিন্ডিকেট ও রাজনৈতিক নেতারা। সুদ ব্যবসা, জুয়া, মাদক সেবন ও দেহ ব্যবসাসহ নানাবিধ অসামাজিক কার্যকলাপ চলছে এই কোয়ার্টারে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় বিষয়টি দেখেও দেখছেন না মিরপুর গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এতে ওয়াক-আপ কর্মচারীদের নিরাপত্তা আশঙ্কা দেখা দিয়েছে।

মিরপুর ওয়াক-আপ স্টাফ কোয়ার্টারে মোট ভবন সংখ্যা ৩২টি। এর মধ্যে পাঁচ তলা বিশিষ্ট ১৪টি, ছয়তলা বিশিষ্ট ১৮টি, টিনশেডসহ ফ্ল্যাট সংখ্যা মোট ৩৬২টি। গত কয়েক বছরে দখল হয়ে গেছে প্রায় ৭০-৮০টি ফ্ল্যাট। প্রভাবশালী সিন্ডিকেট প্রতিটি ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকেন ১৩ থেকে ১৪ হাজার টাকা করে। শুধু ফ্ল্যাট দখল করে ৯ লক্ষ ১০ হাজার টাকা আয় করেন তারা। কোয়ার্টারে ভিতরে খালি জায়গায় বানিয়েছেন গাড়ির গ্যারেজ। এখান থেকে আয় ২ লক্ষ টাকার উপরে।

এদিকে এক শ্রেণির কর্মচারীরা কোয়ার্টার বরাদ্দ নিয়ে নিজেরা না থেকে ভাড়া দিয়ে আয় করছেন বাড়তি টাকা। অনেকেই আবার অবৈধভাবে একাধিক ফ্ল্যাট দখল করে সেসব ভাড়া দিচ্ছেন বাহিরাগতদের কাছে। ওয়াক-আপ স্টাফ কোয়ার্টারকে ঘিরে রমরমা এ ব্যবসা চললেও তদারকি নেই মিরপুর গণপূর্ত বিভাগের কর্তৃপক্ষের।

অভিযোগ রয়েছে, কখনো নিজের নামে স্টাফ কোয়ার্টার বরাদ্ধ নিয়ে, আবার বাড়তি আয়ের আশায় খালি থাকা ভবনের ফ্ল্যাট দখল করে বাহিরাগতদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। এই অভিযোগ উঠেছে ওয়াক-আপ সরকারি বাসভবনবাসী কল্যাণ সমিতির সভাপতিসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে।

ফ্ল্যাট দখল করে বাহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার বিষয়ে মুঠোফোনে কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অসুস্থ। আমি এখন কথা বলতে পারছি না। আমি আপনাকে পরে ফোন দিবো, বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রভাবশালী সিন্ডিকেট ও রাজনৈতিক নেতারা ওয়াক-আপ স্টাফ কোয়ার্টারে ফ্ল্যাট দখল করে বাহিরাগতদের ভাড়া দেওয়ার প্রসঙ্গে মিরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসানের সাথে কথা হলে তিনি বলেন, আমি এখানে আসার পরে দেখলাম ৭০-৮০টা ফ্ল্যাট বেদখল অবস্থায় আছে। আমি বিভিন্ন সময় থানা পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছি। একাধিক ফ্ল্যাট খালি করে তালা দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পরে আবার বেদখল হয়ে যায়। দখলদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবৈধ ফ্ল্যাট দখলদারের বিষয়ে একাধিকবার বলা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩