নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম মডেল টাউন উত্তরা জোনকে আধুনিক থেকে স্মার্ট করার প্রতিশ্রুতি দিলেন উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহাজাহান।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মো. শাহাজাহান বলেন, আমার স্বপ্ন ডিজিটাল এ নগরীরতে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা। সেই আলোকে প্রতিটি সেক্টর ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরার এক্সেস উত্তরা জোন পুলিশের নিয়ন্ত্রণে এনে সার্বক্ষণিক সস্পূর্ণ জোনটি নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানো।
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সেক্টরের সড়কগুলোতে প্রতিনিয়ত ঘটে যাওয়া ছিনতাই ও হানাহানির সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ৬ মাসে ৪২৩ জন ছিনতাইকারীকে আমরা গ্রেফতার করেছি।
শুভেচ্ছা বিনিয়মকালে উপস্থিত ছিলেন- উত্তরা প্রেস ক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের সভাপতি বদরুল আলম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি এস,এম সাইফুর নুর শুভ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজিব, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ নয়ন, দফতর সম্পাদক নুরুল আমিন হাসান, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন শামীম, আপ্যায়ন সম্পাদক রবিউল আলম রাজু, মহিলা সম্পাদিকা লোপা দাস, নির্বাহী সদস্য কামরুল হাসান মজুমদার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available