নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার জসীমউদ্দীন ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল আলম। তিনি জানান, আজ ভোরে ওই ফ্লাইওভারের ঢালে আমি ডিউটি করছিলাম। এ সময় পথচারীদের মাধ্যম জানতে পারি ফ্লাইওভারের ওপরে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই যুবক আর বেঁচে নেই।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে ওই যুবকের পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। সম্ভবত ওই যুবকটির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এ সময় কোনো বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available