• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫১:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫১:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

জমে উঠেছে একুশে বইমেলা

১০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৪০:২৩

জমে উঠেছে একুশে বইমেলা

মুজাহিদ: জমে উঠেছে লেখক পাঠক ও দর্শনার্থীদের মহাসমাবেশের একুশে বইমেলা। ৯ ফেব্রুয়ারি শুক্রবার বইমেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। প্রাণের এই মেলায় প্রত্যেকেই ঘুরে ঘুরে বই দেখা ও কেনার প্রতি যেমন মনোযোগী, তেমনি পরিবার পরিজনের সাথে সুন্দর সময় পার করতেও আসছেন অনেকে।

বইমেলা তথ্যকেন্দ্র হিসেবে, এবারের মেলায় ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ৬৭১টি। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে। এবারের বইমেলায় মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৬৩৫টি, মোট প্যাভিলিয়ন ৩৭টি এবং মোট স্টল আছে ৯৪৪টি।

৯ ফেব্রুয়ারি শুক্রবার সরজমিন গিয়ে দেখা যায়, সকাল ১১টা থেকে শুরু হওয়া বইমেলার পুরোটা সময় ছিল বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে পাল্টে দেখে নিজের পছন্দমত বই কিনছেন তারা। ছোট বাচ্চারা বাবা-মায়ের হাত ধরে এদিক সেদিক ঘুরাঘুরি করছে। কেউবা রঙ-বেরঙের বই সংগ্রহ করছে।

সজিব হোসেন নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, 'প্রতিবছরই আমার বইমেলায় আসা হয়। তবে এবছর এই প্রথম বন্ধুদের সাথে আসলাম। ছুটির দিন হিসেবে আজ অনেক ড়িড়। তাই বেশি ঘোরাঘুরি না করে চলে যাচ্ছি।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত দু'টা বই কিনেছি। সামনে আরও নতুন বই বের হলে সেখান থেকে পছন্দ মত কিনবো।'

জ্যোতি সরকার নামে আরেক শিক্ষার্থী বলেন, 'অন্য বারের থেকে এবারের বইমেলা আমার কছে বেশি জমজমাট মনে হচ্ছে। স্টলগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এবছর এখনো বই কিনিনি, তবে প্লান আছে কেনার। আমি পুরাতন লেখকদের একটু বেশি পছন্দ করি, যেমন হুমায়ুন আহমেদ। তাই শেষের দিকে হয়তো তারই কিছু বই নিতে পারি।'

আগামী প্রকাশনীর ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, 'এখন পর্যন্ত ক্রেতাদের থেকে তেমন কোনো সাড়া পাচ্ছি না। মাত্র তো কয়দিন শুরু হলো, তবে আস্তে আস্তে বেচা বিক্রি বাড়ছে। অন্য বছরগুলোর কথা চিন্তা করলে দেখা যায়, আমাদের বিক্রি মাসের শেষের দিকেই বেশি হয়, এখন শুধু দর্শনার্থীদেরই আনাগোনা বেশি।'

আকাশ প্রকাশনীর প্রকাশক সায়েম শিকদার বলেন, 'বইমেলা তো মাত্র শুরু হলো, বেচা বিক্রি স্বাভাবিক আছে, তবে ছুটির দিনে আজ আলহামদুলিল্লাহ বিক্রি ভালো। আমাদের স্টলের ডিজাইনটাও অন্যদের থেকে ভিন্ন৷তরুণদের মাঝে গ্রামীণ চিন্তার একটা অবহ তৈরি করার জন্য আমাদের এমন পরিকল্পনা। এজন্য এখানে  উৎসুক জনতার ভিড় একটু বেশি। তবে আমরা চাই মানুষ আসুক ঘোরাঘুরি করুক সাথে বইও কিনুক।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩