নিজস্ব প্রতিবেদক: নানান আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় ন্যাশনাল লাইফ কোম্পানি পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শক পূর্বক পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এতে সভাপতিত্ব করে বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, এসইভিপি মো. এনামুল হক, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলালসহ নির্বাহীবৃন্দ।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, একুশ আমাদের চেতনার উৎস। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষা প্রতিষ্ঠায় রক্ত দিতে হয়েছে আমাদের। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ও কর্মকর্তাদের একুশের চেতনা ধারণ করার জন্য আহবান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available