• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫০:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫০:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

৫ মার্চ ২০২৪ সকাল ১১:৩৪:৩৮

ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৫৮ জন দালালকে আটক করেছে র‍্যাব-৩। তারা নানানভাবে রোগীদের জিম্মি করে অর্থ আত্মসাৎ করে আসছিল। এদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৪ মার্চ সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে, বহর্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেলের হাসপাতালের বাগান গেটে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেলে রোগীদের জিম্মি করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে, সে সিন্ডিকেট নিয়ে ডিজি মহোদয় এবং স্বাস্থ্যমন্ত্রী দালাল চক্র ধরতে নির্দেশনা দেন। এ পর্যন্ত ৬০ থেকে ৬৫ জন দালাল ধরতে সক্ষম হয়েছি। এদের মধ্যে ৫৮ জনকে ১৫ থেকে এক মাস করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এরা বিভিন্ন ওয়ার্ডে, জরুরি বিভাগে, বহির্বিভাগে, ব্লাড ব্যাংকে রোগীদেরকে জিম্মি করতো। আবার মেডিকেলের ভেতরে অসহায় রোগীদেরকে জিম্মি করে সিট পাইয়ে দেয়ার জন্য লেনদেন করতো।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলে দালাল চক্রের বিশাল সিন্ডিকেট রয়েছে। এসবের মূলহোতাসহ যারা এ চক্রের সঙ্গে জড়িত, তাদেরও আটক করতে অভিযান চলবে। এখানে প্রায় দেড়শ থেকে ২০০ দালাল রয়েছে। এদের সাজা দিলে জেল খেটে আসার পর আবারও সেই একই কাজই করবে তারা। এটি চলমান বিষয়। একে এত সহজে নির্মূল করা সম্ভব নয়।

আরিফ মহিউদ্দিন বলেন, এটি চলমান একটি প্রক্রিয়া। সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌড়াত্ব কমানোর জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করা যায়, তা করা হবে। যাতে যে সমস্ত সাধারণ জনগণ চিকিৎসা নিতে এসে হয়রানি শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ব্লাড ব্যাংকে ভবঘুরে,মাদকাসক্ত, ছিনতাইকারীদের রাতের বেলা এনে রক্ত সংগ্রহ ও বিক্রি করতো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফ মহিউদ্দিন জানান, দালালের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে। একদিন অভিযানেই যে দালাল মুক্ত হবে তা না। এখানে প্রায় দেড়শো থেকে দু শ দালাল রয়েছে। তাদের বিভন্ন মোয়াদে সাজা দেওয়া হচ্ছে। আবার দেখবেন সাজা শেষ করে এসে এই পেশাতেই যুক্ত হচ্ছে। অভিযান চলমান রাখতে হবে, তা না হলে কোনো মেডিকেল কলেজই দালাল মুক্ত করা যাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩