নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা-১৮ আসনের ৫০ নম্বর ওয়ার্ডে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মার্চ সোমবার সকালে ওয়ার্ডের জয়নাল মার্কেট এলাকায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী।
৫০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আওলাদ হোসেন খানের সৌজন্যে এসব সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবু হানিফসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজানে সংযমী হতে হবে। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়।
রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। তাই সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাড়ানো আহবানও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available