কবি নজরুল কলেজ প্রতিনিধি: ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনালে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চে থাকা ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে।
১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলের দিকে সদরঘাটের ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বিল্লাল হুসেন (৩০), মুক্তা খাতুন (২২) ও ৩ বছরের শিশু মায়েশা। একই পরিবারের বাকি দু’জন সদস্যরা হলেন- রবিউল ইসলাম (২০) ও রিপন হাওলাদার (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম। তিনি বলেন, বিকেলে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ জন যাত্রী নিহত হন।
সদরঘাট ট্রাফিকের যুগ্ম কমিশনার জয়নাল আবেদীন বলেন, লঞ্চ দুর্ঘটনায় ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এসময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে তাদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available