• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৭:২২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৭:২২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

দেশের মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ: এডিসি তৌহিদুল

২৮ মে ২০২৪ রাত ০৮:১১:২৪

দেশের মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ: এডিসি তৌহিদুল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম বলেছেন, দেশের মানুষের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষা এবং তাদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। ইদানিং টাকা নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। এছাড়াও ছোট ছোট চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এটা সমাধান করা পুলিশের একার পক্ষে সম্ভব না। যদি সবাই সচেতনভাবে কাজ না করে, তাহলে দ্রুত সমাধান করা সম্ভব।

তিনি বলেন, আমাদের দেশে জেলের ব্যবস্থা এমন যে, সেখানে ঢুকলে আরও বড় অপরাধী হয়ে বের হয়ে আসে। কারণ সেখানে তারা আরও অনেক গ্যাংয়ের সাথে পরিচিত হয়। ফলে আরও বড় অপরাধী হয়ে বের হয়ে আসে।

২৮ মে মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করেছে পুলিশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা।

এডিসি তৌহিদুল ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, আপনাদের সহযোগিতাও আমাদের একান্ত কাম্য। নিরাপত্তার জন্য এলাকাগুলোকে সিসিটিভির আওতায় আনা হচ্ছে। আমরা আপনাদের সাথে সমন্বয় করে কাজ করছি। আপনারা অফিসার ইনচার্জের সাথে সাথে আমার নাম্বারটাও নিতে পারেন এবং যে কোন প্রয়োজনে সরাসরি  যোগাযোগ করতে পারেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ  ইয়ামিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট জোনের এসি আসমা আক্তার সোনিয়া, সাখাওয়াত হোসেন সেন্টু, এএসপি আরিফুল ইসলাম, এডিসি সাইফুল আলমসহ অন্যান্য দায়িত্বরত পুলিশ সদস্য এবং থানা এলাকায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে উন্মুক্ত আলোচনা এবং তার প্রতিকারের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০