• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৩:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ

২৭ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:২০:৩৮

সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

২৭ জুন বৃহস্পতিবার ডিএনসিসি অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।

কোটি টাকার গরু, কিংবা ১৫ লাখ টাকার ছাগল। বারবার আলোচনায় আসে সাদিক এগ্রোর নাম। শুধু এবছরই নয়, ২০২১ সালে জালিয়াতির মাধ্যমে ব্রাহমা গরু আনায় বিতর্কিত হয় প্রতিষ্ঠানটি।

রাজধানীর রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে উঠে এই এগ্রো। বছরখানেক আগেও যেখানে পশু রাখা হতো, এখন সেখানে বসতি। অভিযানের খবর পেয়ে নিজেরাই সরে যায়।

সাদিক এগ্রোর বিরুদ্ধে খাল দখলের অভিযোগ বহুদিনের। আগেও প্রতিষ্ঠানটিকে কয়েকবার নোটিশ দেওয়া হয়। এরপরও সরেনি তারা। তবে এসব অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরানের। উল্টো সাদিক এগ্রোর পক্ষে সাফাই দিলেন।

শাহ এমরান বলেন, ‘সিটি ডিমার্কেশনের ভেতরে কিন্তু সাদিক এগ্রোর ফার্মটা নেই। আমি নিজেও পর্যবেক্ষণ করে দেখলাম, এটা একটা প্রাইভেট জায়গার ওপর এবং এটার মালিক যারা তারাও কিন্তু এখানে উপস্থিত আছে।’

বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা ১২টায়। ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, খাল দখল করেছে সাদিক এগ্রো। হাইকোর্টের আদেশ অনুযায়ী, খালের সীমানার ৩০ ফুটের মধ্যে থাকবে না কোনো স্থাপনা।

ডিএনসিসির ৫নং অঞ্চল প্রধান মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘স্পটে যে আছে আমি তো তাকেই নোটিশ করব। যে আমার খাল ভরাট করছে। সাদিক এগ্রো এখানে বর্জ্য ফেলছে, নদীর পানি দূষণ করছে, মাটি ভরাট করেছে। আমরা তাদেরকে নোটিশ করেছি। এখানে সাদিক এগ্রো বিষয় না। বিষয়টা হলো খাল। খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধ অ্যাকশন হবে।’

উচ্ছেদ অভিযান নিয়ে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩