• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোস নেই: সমবায় প্রতিমন্ত্রী

৬ জুলাই ২০২৪ সকাল ১০:২৬:৪২

মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোস নেই: সমবায় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাঙালি তরুণ-যুবা, আবাল-বৃদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোস নেই বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ (দারা)।

৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রমজান আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'কমিটমেন্ট কালচারাল একাডেমি মেধাবী ছাত্র সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

সাবেক প্রধান বিচারপতি মো. তফাজ্জল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড মো. আকতারউজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য সাবেরা বেগম, সাবেক চিফ অফ স্টাফ লে. জে. এম হারুন-অর-রশিদ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রাণশক্তি। মুক্তিযুদ্ধ অনেক ত্যাগ-তিতিক্ষার ফসল। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা একদিনে হয়নি। খেয়াল রাখতে হবে যেন মুক্তিযুদ্ধের কোনো অবমাননা না হয়।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওয়াদুদ বলেন, তোমরাই আগামী দিনের নেতা। দেশকে নেতৃত্ব দেবে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তোমরাই গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বাংলাদেশকেই হত্যা করার চক্রান্ত হয়। বঙ্গবন্ধুকে পরিবারসহ নৃশংসভাবে হত্যা করে বিপথগামীরা শেষ করে দিতে চেয়েছিল দেশের উন্নয়নের ধারাকে। কিন্তু খুনীদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী তার বক্তব্যে যোগ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সন্তানদের নিরলস পরিশ্রম করতে হবে। মা-বাবাকেও ভূমিকা রাখতে হবে। বাচ্চাদের মোবাইল আসক্তি কমিয়ে প্রযুক্তিকে ভালো কাজে ব্যাবহারে সন্তানদের উৎসাহ দিতে হবে আপনাদের। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩