কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক: তিন দফা দাবিতে মানববন্ধন করেছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। বৈষম্য দূর করে আগামী সাত দিনের মধ্যে এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনে।
২১ আগস্ট বুধবার রাজধানীর মৎস্য ভবনের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ফিশারিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বরাবর একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে আসা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। কর্মকর্তারা যথাযথ কাজ করলেও তাদের মূল্যায়ন করা হচ্ছে না। কর্মচারীগণ চাকরিজীবনে তাদের ন্যায্য অধিকার এতদিন না পাওয়ায় চরম বৈষম্যের শিকার হয়েছে। সংগঠনের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারীগণের মাঝে চরম হতাশা আর অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চরম হেয় প্রতিপন্ন হচ্ছেন।
মানববন্ধনে তারা আরও বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন শুধু ক্ষেত্র সহকারী/সমমানের পদধারীরা একই পদে ৩৫/৪০ বছর চাকরি করেও এখন পর্যন্ত কোনো প্রকার পদোন্নতি পাননি। এটা চরম বৈষম্যমূলক। আগামী সাত দিনের মধ্যে কর্মচারীদের পদবি পরিবর্তন করে ও ১০ম গ্রেড বাস্তবায়ন এবং পদোন্নতি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মকর্তারা তিন দফা দাবি তুলে ধরে বলেন, আমাদের ১১তম গ্রেডভুক্ত ৪ বছরের ডিপ্লোমা ইন-ফিসারিজ (ইন-সার্ভিস) সনদ অর্জনকারী ক্ষেত্র সহকারী, হ্যাচারী টেকনিশিয়ান, ল্যাব সহকারী বা সমমান পদধারীগণকে উপ সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে পদ পরিবর্তন করতে হবে। ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনপূর্বক সহকারী মৎস্য কর্মকর্তা পদে ১০০% পদোন্নতি দিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available