• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০৯:৪৬:৩৫ (31-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই চৈত্র ১৪৩১ রাত ০৯:৪৬:৩৫ (31-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩৪:৪৯

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় সংস্থাটির প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড বকশিবাজারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুরুল আলম সিদ্দিক।

প্রবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যেসকল ছাত্র, শ্রমিকসহ সাধারণ মানুষ শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মণ্ডলীর নিকট কয়েকটি দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- সংস্থার প্রধান কার্যালয় বকশিবাজারের বাড়িটি বিনামূল্যে স্থায়ীভাবে বরাদ্দ প্রদান করা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে, ভাই-বোনসহ যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

সংস্থাটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মোকলেচুর রহমান, ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, যুগ্ম মহাসচিব এসএম ইউনুসুর রহমান, সহকারী মহাসচিব মো. মনিরুল ইসলাম, আবু আলেম মাতবর, মহিলা বিষয়ক সচিব সাফিয়া বেগমসহ সংস্থার সাধারণ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৪ সালে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রতিষ্ঠা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮