নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে দ্রুত আইসিটি ক্যাডার বাস্তবায়নের দাবি জানিয়েছে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম। তাদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে আইসিটির জন্য পৃথক ক্যাডার বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ-কথা জানান আইসিটি ডিভিশনের কর্মকর্তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মদানকারী সকল বীর ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আইসিটি ডিভিশনের কর্মকর্তারা জানান, বিগত সরকারের আমলে সরকারের আইসিটি সেক্টরে ঘটে যাওয়া নানাবিধ দুর্নীতি নিয়ে আমরা একের পর এক ধারাবাহিকভাবে প্রতিবেদন দেখছি। ২০০৯ সাল থেকে দেশের সকল দপ্তর সংস্থায় ডিজিটাল বাংলাদেশের নামে গৃহীত সব প্রকল্প আইসিটি কর্মকর্তাদেরকে আড়ালে রেখে নন-টেকনিক্যাল কর্মকর্তা, থার্ড পার্টি এবং পরামর্শক দ্বারা পরিচালনা করা হয়েছে। ফলে নীতিমালা ও প্রয়োজন বহির্ভূত প্রকল্প গ্রহণ ও অপ্রয়োজনীয় বহু সিস্টেম ডেভেলপ করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করে অনিয়ম ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ব্যক্তির পকেট ভারি করা হয়েছে।
রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অনতিবিলম্বে একটি স্বতন্ত্র আইসিটি ক্যাডার সার্ভিস গঠন করে আইসিটি কর্মকর্তাদের যথাযোগ্য পদায়ন ও পদোন্নতি, সম্মানজনক কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হলে ডিজিটাল সিস্টেম ও আইসিটি অবকাঠামো যুগোপযোগী, নিরাপদ ও টেকসই হবে। ফলে মেধাবীদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সক্ষমতা বৃদ্ধি পাবে। শতভাগ অটোমেশনের ফলে রাজস্ব আহরণ আরও গতিশীল ও নিরাপদ হবে। ফলে সরকারের ঋণ নির্ভরশীলতা কমে আর্থিক সক্ষমতা অর্জিত হবে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার যে বিভিন্ন সেক্টরের কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে সেখানে আইসিটি ক্যাডার সৃষ্টি করা ২০২৪ সালের রাষ্ট্রীয় সংস্কারের অন্যতম ও অবিচ্ছেদ্য অংশ হতে পারে বলে আমরা মনে করি। তাই নতুন বাংলাদেশ গঠনে আইসিটি সেক্টরের কাঠামোগত সংস্কার ও টেকসই করার জন্য ‘আইসিটি ক্যাডার’ সৃজনসহ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক সুপারিশকৃত কর্মরত সকল আইসিটি কর্মকর্তাদের প্রস্তাবিত আইসিটি ক্যাডারে অন্তর্ভুক্তকরণের কাজ অতিসত্বর শেষ করার জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
উল্লেখ্য, দেশের সরকারি আইসিটি জনবল সমূহের সংগঠন ‘গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম’ ১৯৯৭ সালে সোসাইটিজ রেজিস্ট্রেশন আইনে প্রতিষ্ঠিত একটি পেশাজীবী সংগঠন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available