নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে থাকা যৌথবাহিনী। ৯ অক্টোবর বুধবার ভোররাতে মিরপুরের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা মিরপুর এলাকায় গত ৪ ও ৫ আগস্ট ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্বে ছিল। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা, চাঁদাবাজিসহ নানা অপকর্মে একাধিক মামলা রয়েছে। তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
এক অভিযানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে অংশ নেয়া যুবলীগ নেতা রহিমের অনুসারী সানি (২৮), সাকিব (২২), রাহিম (২২), ইকবাল (১৭), সুজন (৩২), সিয়ামকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অন্যতম চাঁদাবাজ নেতা মফিজ ও হাসানকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবলীগ নেতা রহিম তার সহযোগীদের নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে হতাহতের ঘটনাও ঘটে। পরে ওই ঘটনায় মামলা দায়ের হলে গা ঢাকা দেয় রহিম। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে যুবলীগ নেতা রহিমের সহযোগীরা গ্রেফতার হওয়ায় পল্লবী এলাকায় শান্তি ফিরে আসবে মনে মনে করছেন স্থানীয়রা।
এদিকে মিরপুরে শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেফতারের পর মিরপুর সেনাবাহিনীর অধিনায়ক জানান, মিরপুর এলাকায় ছাত্র জনতার ওপর হামলা করে রহিম। তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে যাবার পরও রহিমের উপস্থিতি ছিল মিরপুরে। পরে মিরপুরের বিভিন্ন থানায় মামলা দায়ের হলে দেশ থেকে পালিয়ে যাওয়ার গুঞ্জন শোনা যায়। গ্রেফতারের পর তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available