নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ৭নং সেক্টর থেকে অপহরণের শিকার নবীন হোসেনকে (৩৬) উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ১৩ অক্টোবর রোববার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় তুরাগ থানার যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এসময় অপহরণকারী দলের ৪ সদস্যকে আটক করে পুলিশ। পাশাপাশি অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান পিপিএম, সেবা।
আটকরা হলো, মো. মোকসেদ আলী (৩৬), মো. খায়রুল (৩৭), মো. রুবেল (২৬) ও মো. রায়হান (১৯)।
ওসি জানান, নবীন হোসেন উত্তরা ৭নং সেক্টরস্থ লেক ড্রাইভ রোডের এক বাসার দারোয়ান। ১৩ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি মোবাইলে টাকা রিচার্জ করার জন্য উত্তরা ১৮নং রোডে যান। টাকা রিচার্জ করার পর তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা হলে খায়রুল ভিকটিমের সামনে এসে বলে, ‘তুই আমার রিকশা চুরি করেছিস’। তখন নবীর হোসেন আসামীকে জানায়, সে রিকশা চুরি করে নাই এবং সে বাসায় দারোয়ানের কাজ করেন বলে বাসায় চলে আসে।
৭টা ২০ মিনিটে আসামী মোকসেদ আলীসহ অজ্ঞাতনামা ২ জন একটি সাদা রঙের প্রাইভেটকার যোগে বাসার সামনে আসে। নবীনকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে তুরাগ থানাধীন যাত্রাবাড়ী এলাকায় আলিফের বাড়িতে আটক রেখে রিকশা ফেরত দেওয়ার জন্য মারপিট করতে থাকে। বিষয়টি ভিকটিমের বাড়ির মালিক জানার পর থানায় সংবাদ দিলে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে। এসময় মোকসেদ আলী, খায়রুল, রুবেল ও রায়হানকে আটক করে। অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়।
পরে মোকসেদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী অপহরণ কাজে ব্যবহৃত প্রাইভেটকার (রেজি. নং-ঢাকা মেট্রো-গ-২৯-০৬০৫) উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
এ ঘটনা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটকদেরকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি হাফিজুর রহমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available