নিজস্ব প্রতিবেদক: মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে একের পর এক অভিযান অব্যাহত রেখেছেন যৌথবাহিনি। সেনাবাহিনী, থানা পুলিশ, ট্র্যাফিক পুলিশ ও আনসার সদস্য মিলে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মামলা, জরিমানা ছাড়াও গাড়ি জব্দ করা হচ্ছে।
জানা যায়, নিজের গাড়িতে অবৈধ মাদক দ্রব্য বিয়ার ও বিদেশি মদ বিক্রির উদ্দেশ্য রাখার অপরাধে শারমিন আক্তার ইমা নামে এক নারীর নামে খিলখেত থানায় মামলা দায়ের করা হয়। (যাহার নং-৪ তারিখ ৩/১১/২০২৪ ইং) শারমিন বর্তমানে উত্তরা ১০ নং সেক্টরে বসবাস করছে। এসময় শারমিন বলেন, সে একজন ব্যবসায়ী নিজের টাকায় সে মদ খায়, মদ খাওয়ার লাইসেন্সও নাকি আছে তার।
অভিযান বিষয়ে খিলখেত থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, তারা জনস্বার্থে সড়কের বিশৃঙ্খলা এড়াতে এমন অভিযান অব্যাহত রাখবে। জানা যায়, সড়কে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং ক্ষিলখেত থানা পুলিশ শনিবার রাতে ক্ষিলখেত এলাকায় চেক পোস্ট বসানো হয়। এ সময় যৌথ অভিযানে সর্বমোট ৯২টি মামলা ও ২,২২,০০০ টাকা জরিমানা এবং ৬টি গাড়ি জব্দ করা হয়।
এছাড়াও রাতে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং তুরাগ থানা পুলিশ আরও একটি যৌথ অভিযান পরিচালনা করেন। ২ নভেম্বর রাত সাড়ে ১০টায় বিরুলিয়া বেড়িবাঁধ রোডে তিনটি চেক পোস্ট স্থাপন করা হয়।
এসময় দীর্ঘ ২ ঘণ্টা যাবৎ এ অভিযান চালানো হয়। যৌথ অভিযানে সর্বমোট ২৮টি মামলা, ১,৮৭,০০০ টাকা জরিমানা এবং সর্বমোট ০৪টি গাড়ি জব্দ করা হয়।
বিমানবন্দর মহাসড়কের যানজট নিরসন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর এ অভিযানকে সমর্থন জানিয়ে পথচারীরা জানান, ফিটনেস বিহীন গাড়ির যন্ত্রণায় সড়কে চলাচল করা কঠিন হয়ে উঠেছে। অবৈধ গাড়ির চাপে বিমানবন্দর মহাসড়কে যানজট লেগেই থাকে। এ সময় তারা এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available