নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে রাজধানীর তুরাগ, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণখান ও উত্তরখান থানা ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবং বিমানবন্দর থানা ছাত্রদলের অবস্থান ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম হাসিনার ডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। শনিবার রাত থেকে সামাজিক মাধ্যমে গুজব উঠে কাল রাত থেকে মাঠে নামতে পারে পতিত দল আওয়ামী লীগ। সামাজিক প্রচারে উঠে আসে উত্তরার রাজপথে থাকার ঘোষণাও।
এমন খবরে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে শনিবার রাতে ও রোববার দিনভর থানায় থানায় নানা কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতারা।
এসময় ছাত্রদল নেতারা উত্তরার রাজপথে মিছিল মিটিং ও অবস্থান কর্মসূচি চালু রাখে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরার কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামতে দেখা যায়নি।
ছাত্রদলের মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক রবিউল আউয়াল ভূইয়া রবি, তুরাগ থানা ছাত্রদলের সভাপতি সজল, সাধারণ সম্পাদক জাকির ও সি. সহ সভাপতি রনি, উত্তরা পশ্চিম থানার সভাপতি শোয়েব, দক্ষিণখান থানার সভাপতি সাইফ, উত্তরখান থানার সভাপতি আবির, বিমানবন্দর থানার সভাপতি রিপন, সি. সহ সভাপতি আশিক, সাংগঠনিক সম্পাদক পাভেল, যুগ্ম সম্পাদক শাকিল, উত্তরা পূর্ব থানার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাবু।
এছাড়া বিমানবন্দর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী ও যুগ্ম আহবায়ক জাফরসহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available