নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়লো নিজের পেটের ভেতরে মাদক বহনকারী এক যুবক। ৩ হাজার ৮০ পিচ ইয়াবাসহ ওই যুবককে আটক করে বিমানবন্দর (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া।
১১ নভেম্বর সোমবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি রাকিব হাসান ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ইয়াবাসহ মো. জুয়েল মিয়া কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার কাছে মাদক থাকার খবরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকায় অবস্থান নেয় এয়ারপোর্ট এপিবিএনের একটি দল। জুয়েল মিয়া কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুয়েল পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করানো হলে তার পেটের ভেতরে কালো টেপ মোড়ানো ৭১ ডিম্বাকৃতির পোটলা পাওয়া যায়। সেসব পোটলায় ছিল ৩ হাজার ৮০ পিচ ইয়াবা, যার মোট ওজন ৩০৮ গ্রাম।
জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন এএসপি রাকিব।
তিনি বলেন, জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available