নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দ্বিতীয় বারের মতো দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। লাইফ বীমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এই গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে।
১১ নভেম্বর সোমবার শ্রীলংকার রাজধানী কলোম্বোর হোটেল সিনামোন লেকসাইডে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা কর্তৃপক্ষ ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নে সকল ক্যাটাগরিতে সর্বোচ্চ মান অর্জন করায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে।
ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসি দক্ষিণ এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অ্যাওয়ার্ডটি তুলে দেন সাফার প্রেসিডেন্ট হেসানা কুরুপপু। অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারপার্সন অনোজি ডি সিলভাসহ সাফার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাফা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রফেশনাল হিসাববিদদের ইনস্টিটিউট সমূহের কেন্দ্রীয় সংগঠন। প্রতি বছর সংগঠনটির অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠান সমূহের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও নিরীক্ষক করে সকল সূচকে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
ন্যাশনাল লাইফের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনে ট্রান্সপারেন্সি, একাউন্টটেবিলিটি, কর্পোরেট গভর্নেন্স ও আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশিত হয়।
বাংলাদেশের ইতিহাসে একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পর পর দুবার মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো। প্রথম বার ২০২২ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের জন্য কোম্পানিটি এই অ্যাওয়ার্ড অর্জন করে। অ্যাওয়ার্ডটি অর্জন করায় কোম্পানির পরিচালনা পর্ষদসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। এই অর্জনের মধ্য দিয়ে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দেশের জীবন বীমা শিল্পে আরো উচ্চতর স্থানে নিজেদের অবস্থান করে নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available