নিজস্ব প্রতিবেদক: উত্তরা ব্যাংকের এমডি মো. রবিউল হোসেনের অপসারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সিবিএ’র নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
১৭ নভেম্বর রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ছাত্র জনতা ও সিবিএর নেতৃবৃন্দ মিলে উত্তরা ব্যাংকের হেড অফিসের মেইন ফটোকে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন।
এসময় বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের সিবিএর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আহসানুল হাবিব, ভারপ্রাপ্ত সভাপতি মো. মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মো. জালাল আহম্মেদ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা জাবের মাহমুদ, রোকন,আবদুল্লাহ আল মাসুদ, মেহেদী মেহরাব, রেজওয়ান গাজী মহারাজ, জাহিদুর ইসলাম সুমন, আরিয়ান নেওয়াজ প্রমুখ।
তারা অভিযোগ করেন, ইতোমধ্যেই ফ্যাসিবাদ সরকারের আমলের সকল ব্যাংকের এমডিরা অপসারণ বা পদত্যাগ করলেও কোন খুঁটির জোরে উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন এখনও বহাল তবিয়তে রয়েছেন, তার দ্রুত অপসারণ ও পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এমডি রবিউল ইসলামকে পদত্যাগ করার আল্টিমেটাম দেন। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মর্মে হুঁশিয়ারি দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available