নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক দলের জন্য নেতাকর্মীদের শ্রদ্ধাশীল ও অনুগত হয়ে ত্যাগ স্বীকার করে কাজ করতে শপথ করিয়েছেন।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি ও যৌথসভায় আমিনুল হক দলের নেতাকর্মীদের এ শপথ পাঠ করান।
স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশে দুঃশাসন করেছে, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে, আমরা সেই রাজনীতি করতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই মানুষের উন্নয়ন করতে, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে। মানুষের পাশে থেকে কাজ করতে। এদেশের জনগণ কী চায়? আমরা সেই কাজটি করব, সেই কাজটি করাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্য নিয়েই আমাদের এগুতে হবে।
নবগঠিত কমিটির সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহআলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম,জাহাঙ্গীর মোল্লা,শফিকুল ইসলাম শাহিন,রেজাউর রহমান ফাহিম,নজরুল ইসলাম, হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া, আবুল হোসেন আব্দুল, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, মনিরুল আলম রাহিমী, আবুল কালাম আজাদ, মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন, সাজ্জাদ হোসেন মোল্লা, ফারুক হোসেন ভূঁইয়া, নাসির উদ্দিন, মো. আলী, নুরুল হুদা ভূঁইয়া, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এ এস এম খালেদ, এমএস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, সোহেল রানা, মাহাবুবুর রহমান, হান্নানুর রহমান ভূঁইয়া, জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available