নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রান্তিকালে গণমাধ্যমের ভুমিকা সবচেয়ে বেশি জরুরি বলে মনে করেন মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ১ ডিসেম্বর রোববার রাতে রাজধানী পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দেশের সব অস্থিতিশীলতা ও নগরবাসীর নিরাপত্তা নিয়েই মূলত এই আলোচনা। সভায় মতবিনিময় হয় মুল ধারার উত্তরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের সাথে।
এসময় উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বলেন, বিগত সময় সঠিক সংবাদ পরিবেশন করেও অনেক গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে। সাধারণ সম্পাদক মানিক খাঁন বলেন, অনেকে বিএনপির নাম পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত।
আমিনুল হক বলেন, বিএনপির বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য তুলে ধরবেন। বর্তমান ক্রান্তিকাল সময় যাচ্ছে। এসময় আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি জরুরি। দেশের বিষয় নিয়ে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি, কেউ কোনো অন্যায় করে পার পাবে না এবং আমাকে দিয়ে কেউ অন্যায় কাজ করাতে পারবেন না। তবে ভালো কাজে সবাই আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন।
তিনি আরো বলেন, আমারও কিছু ভুল হতে পারে, তা আপনারা বলে দেবেন। আপনাদের সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চাই।
সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন বাবলু, গ্লোবাল টেলিভিশন, ক্লাবের উপদেষ্টা ও মানবকণ্ঠের মো. রাসেল খান, দেশ রূপান্তরের মো. আশরাফ হোসেন ঢালী, খোলা কাগজ, জাবেদ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএ টিভি, আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মানবকণ্ঠের স্বপন রানা, অর্থ সম্পাদক দৈনিক সকালের সময়, এইচ এম মাহ্মুদ হাসান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার, চপল সরদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও রূপালী বাংলাদেশ, তরিক শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢাকা টাইমস, তানভীর রুবেল, দৈনিক আমার বাংলা আলী হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available