তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। এ সময় অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের অনেকে কলেজ শাখা ছাত্রদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজ অধ্যক্ষের রুম থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জীবনী অর্ধ শতাধিক বই উদ্ধার করা হয়। এছাড়াও এ্যালবামে আওয়ামী লীগ স্মৃতি সংবলিত বিভিন্ন ধরনের ছবি উদ্ধার করা হয়। অধ্যক্ষকে ফ্যাসিবাদ বা আওয়ামী দোসর আক্ষা দিয়ে তার পদত্যাগের দাবিতে অধ্যক্ষের রুমে ও ক্যাম্পাসে শ্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদেরা দাবি, অধ্যক্ষের রুমে এখনো শেখ মুজিবের শতাধিক বই ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে তার অজস্র ছবি টেবিলে পাওয়া যায়। দেখলে মনে হবে এটা কোনো অধ্যক্ষের রুম নয় এটা শেখ হাসিনার ড্রইংরুম অথবা শেখ মুজিবের যাদুঘর।
তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার অর্ধশতাধিক বই এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন ছবি উদ্ধার করে। আমাদের কলেজে একটি কর্মসূচি চলাকালে ঘটনাটি শুনে আমরাও অধ্যক্ষের রুমে গিয়ে ওই সব বই ও ছবি দেখতে পাই। এতে স্পষ্ট হয় যে অধ্যক্ষ আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী হিসেবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। তার টেবিলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ছবিও পাওয়া যায়। ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায়।
তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, আমরা ছোট ভাইদের মাধ্যমে জানতে পারি যে অধ্যক্ষের রুমে ২৪'র ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাবা শেখ মুজিবের বই এবং নিষিদ্ধ ছাত্রলীগের ছবি পাওয়া গেছে। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা ভাসানী এবং শেরে বাংলা এ.কে. ফজলুল হকসহ জাতীয় নেতাদের কোনো ছবি তার রুমে নেই। যদি সে তার ভুলগুলো সংশোধন না করে, তাহলে আমরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করব।
অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, আমার হারানোর কিছু নেই। আমি মেধার জোরে অধ্যক্ষ হয়েছি, কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়। আমি কখনো কাউকে রাজনৈতিক সুবিধা দেইনি, ভবিষ্যতেও দেব না। আমার বিরুদ্ধে ওদের অভিযোগ কী? সেটা স্পষ্ট করে বলুক। ওরা হইচই করতে করতে রুমে ঢুকেছে এবং কলেজের পুরাতন অ্যালবামগুলো বের করে আমার সামনে রেখে ছবি তুলেছে। আগের অধ্যক্ষ কী করেছেন, তার দায় আমি নেব না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available