শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী। ১৭ ডিসেম্বর মঙ্গলবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ মেলার সমাপ্ত হয়।
রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট বিভাগের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা |
এসময় তসলিমা কানিজ নাহিদা বলেন, ‘পাটপণ্য আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। বিশ্ববাজারে পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। উদ্যোক্তাদের উন্নতির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা, বিশেষ করে লোন পাওয়ার ক্ষেত্রে দাপ্তরিক সহায়তা প্রদান করা হবে।’
এবারের মেলায় নতুন আকর্ষণ হিসেবে জেডিপিসি ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পাট বিষয়ক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। গত ৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছিল।
গত ১২ ডিসেম্বর বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের হাতে ম্যাগাজিন ‘সোনালী আঁশের আলেখ্য ২০২৪’-এর প্রচ্ছদ উন্মোচন করা হয়। তারই ধারাবাহিকতায় মেলার সমাপনী অনুষ্ঠানে ম্যাগাজিনটির প্রকাশনা আনুষ্ঠানিকভাবে সবার মাঝে মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ২০৭টি ছবির মধ্যে তিনটি সেরা ছবি বাছাই করে বিজয়ী ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বাছাইকৃত রচনা থেকে তিনজনের লেখা ম্যাগাজিনে প্রকাশিত হয়।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, আল- আমিন লিয়ন, শামছুল হক রিপন, আকলিমা আক্তার শিউলি ও লুৎফুন্নেসা। রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, মাহজাবিন জাহান জীম, অনিক মাহমুদ শান্ত ও সানজিদা আফরিন।
এই পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের ফাউন্ডার এম. সাফাক হোসেন, আইটি বিটস এর সিইও এরিকা আফরিন বুশরা এবং পিএসও ফাউন্ডার মো: সোলায়মান আহমেদ জীসান সহ জেডিপিসির কর্মকর্তাবৃন্দ, ভলান্টিয়ার্স, উদ্যোক্তাবৃন্দ। এই আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে ছিলো পাবলিক স্পিকিং অফিসিয়াল, আইটি বিটস, সিএসডি একাডেমী, ইভেন্ট এক্সপ্রেস, জোহান ওশান, প্রবাসী পল্লী, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available