• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০২:১৭ (30-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০২:১৭ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

গভীর রাতে ভেঙে পড়লো উত্তরা আব্দুল্লাহপুরের বেইলি সেতু

২১ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৩৯:২৪

গভীর রাতে ভেঙে পড়লো উত্তরা আব্দুল্লাহপুরের বেইলি সেতু

নিজস্ব প্রতিবেদক: উত্তরা আব্দুল্লাহপুর চৌরাস্তার ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে একটি ড্রামট্রাক যাতায়াতকালে আব্দুল্লাহপুর অংশটি তুরাগ নদীতে ভেঙে পড়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল্লাহপুর ট্র্যাফিক পুলিশ বক্সের টি আই মো. মাসুম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টি আই মো. মাসুম জানান, শুক্রবার রাতে একটি ড্রামট্রাক যাতায়াতকালে বেইলি ব্রিজের ঝুঁকিপূর্ণ আব্দুল্লাহপুর অংশটি ভেঙে তুরাগ নদীতে পরে যায়। রাত গভীর হওয়াতে সেখানে মানুষ চলাচল ছিল না। তাছাড়া গাড়ি চলাচলও অনেক কম ছিলো। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

২৩ অক্টোবর বিভিন্ন পত্রিকায় নিউজ হওয়ার পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন বেইলি সেতুর সংস্কার ও মেরামত বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হলেও অদৃশ্য কারণে এক সপ্তাহ পর আবারও কাজ বন্ধ হয়ে যায়।

রাজধানী ঢাকার প্রবেশ পথ উত্তরা আব্দুল্লাহপুর। তুরাগ নদীর উপর টঙ্গি আব্দুল্লাহপুর সড়কের ব্রিজের মাঝামাঝি জায়গায় গর্ত হয়ে গেলে কর্তৃপক্ষ সেখানে জরুরি ভিত্তিতে ২টি বেইলি সেতু নির্মাণ করেন। পরবর্তীতে আরও ২টি বেইলি সেতু নির্মাণ করা হলে সেখানে যান চলাচলে জনদুর্ভোগ কিছুটা কমে আসে।

আব্দুল্লাহপুর ব্রিজের উপর নির্মিত ৪টি বেইলি সেতুর মধ্যে ২টি সেতু নষ্ট হয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর ফলে যানবাহনের পাশাপাশি সেখানে পথচারী চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়। উত্তরা আব্দুল্লাহপুরের বেইলি সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন হাজার হাজার গণপরিবহন, মালবাহী গাড়ি ও ভারি যানবাহন চলাচল করতে করতে প্রচণ্ড চাপে বেইলি সেতুটি ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর মেরামত না করায় কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করছেন এখানকার স্থানীয় অধিবাসী ও যানবাহন চালকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জের নতুন ডিসি হলেন তৌফিকুর রহমান
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:৩৮


সেনপাড়ায় ভুটভুটি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৮:৩০

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা
৩০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৩৭