নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ, রমনায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার নতুন কমিটিতে ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, বিশিষ্ট সংগঠক, সাবেক রোটারি গভর্নর (ডিজি ২১-২২) এবং কর কমিশনার (জাতীয় রাজস্ব বোর্ড) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জি এম ফারুক স্বপন।
এজিএমে এক্স-স্টুডেন্ট ক্লাবের আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি এস এম ফজলুল হক, ডঃ মোহাম্মদ জাকারিয়া (সাবেক নির্বাচন কমিশন সচিব), ডঃ মাহবুবুর রহমান আজাদ, ডঃ শাহ মোহাম্মদ সেলিম, ওয়াদুদ ভূইয়া (সাবেক এমপি), ম. ইকবাল কবীর, ভিকারুননেছা চিনু, মো: তাজুল ইসলাম, আসলাম চৌধুরী, আমিন হিলালী, অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী,ডঃ রফিকুল ইসলাম হেলালী, সালাউদ্দিন রেজা, মামুনুর রশিদ, মহিউদ্দিন বাদলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো অনেক বরেণ্য ও আলোকিত ব্যক্তিত্ব।
অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available