জ ই বুলবুল, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছে শিল্পপতি মো. ফয়সাল তাহের। তিনি ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাউস ইউ খান পেয়েছেন ৫৮১ ভোট। ফয়সাল তাহের ২০২৪-২০২৫ সালের এই পদে দায়িত্ব পালন করবেন।
২৫ ডিসেম্বর বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
উত্তরা ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ক্যাপ্টেন মাহবুবুল মতিনের নির্দেশনায় সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্লাবের অনুষ্ঠিত নির্বাচনে ১০ জন পরিচালককেও নির্বাচিত করা হয়। তাঁরা হলেন- ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদ, হাসান ইবনে গিয়াস সাদী, মোশারফ হোসেন, সালমান মাহমুদ, মো. গোলাম মাওলা, এ এম মাহমুদুর রহমান, আতাউল কবির খান, এবিএম মনোয়ার ইসলাম ভুঁইয়া, ডা. মো. নান্নু মিয়া ও মো. তৈমুর আজাদ।
উত্তরা মডেল টাউনের ১ নম্বর সেক্টরে অবস্থিত ক্লাবটি রাজধানীর নেতৃস্থানীয় একটি সামাজিক ক্লাব। প্রায় ক্লাবের ২ হাজার ৪০০ সদস্যের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সমাজকর্মী সাংবাদিক ও রাজনীতিবিদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available