• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ বিকাল ০৪:১৯:৫৯ (06-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে পৌষ ১৪৩১ বিকাল ০৪:১৯:৫৯ (06-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

কেরানীগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩৯:১১

কেরানীগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বেশ কয়েক দিন থেকে ঢাকার কেরানীগঞ্জসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে অসহায় দু:স্থ্য, হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া। ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সঙ্গে ছিলেন উপজেলা ভূমি অফিস কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সকলেই এ মহৎ উদ্যোগকে অব্যাহত রেখে সাধারণ মানুষের কষ্ট লাগবে সচেষ্ট থাকার আশ্বাস দেন।

কম্বল পেয়ে অসহায় ও হতদরিদ্র মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, এই সময়ে কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব। আমাদের অনেক কষ্ট হচ্ছিল শীতের কারণে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, হঠাৎ করেই তীব্র শৈত্য প্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র সকলের কাছে শীত নিবারণের কম্বল পৌঁছে দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০২:১৭