• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ১০:৪৮:১৮ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ১০:৪৮:১৮ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

ফিচার

বিকেলের তিতুমীর কলেজ মাঠ যেন এক জীবন্ত চিত্রকর্ম

১১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২১:৫৫

বিকেলের তিতুমীর কলেজ মাঠ যেন এক জীবন্ত চিত্রকর্ম

তিতুমীর কলেজ প্রতিনিধি: বিকেল হলেই তিতুমীর কলেজ মাঠ যেন প্রাণ ফিরে পায়। একঝাঁক তরুণ নেমে আসে মাঠে। কারো হাতে ক্রিকেট ব্যাট আর কারো হাতে থাকে ফুটবল। নিজেদের মতো গ্রুপ করে মেতে উঠে যার যার খেলায়।

মাঠের এক কোণে চলছে ক্রিকেট। কেউ ব্যাটিং প্র্যাকটিস করছে, কেউ বল হাতে উইকেট ভাঙার চেষ্টায় ব্যস্ত। স্টাম্পের পেছনে দাঁড়িয়ে উইকেটরক্ষকের তীক্ষ্ণ নজর। শট খেললেই মাঠজুড়ে গর্জে ওঠে 'চার' বা 'ছক্কা'র চিৎকার। আর অন্যদিকে, ফুটবলপ্রেমীদের উল্লাস থামতেই চায় না। সাদা-কালো বল নিয়ে একের পর এক গোল দেওয়ার চেষ্টায় তরুণরা মাঠজুড়ে ছুটে চলে।

তিতুমীর কলেজের এই মাঠ শুধু খেলার জায়গা নয়; এটি বন্ধুত্ব, আনন্দ আর উদ্যমের এক অপূর্ব মিশ্রণ। তরুণদের কাছে এটি এক টুকরো মুক্ত বাতাসের মতো, যেখানে ক্লাসের চাপ আর পরীক্ষার দুশ্চিন্তা ভুলে গিয়ে তারা মনের আনন্দে সময় কাটায়। খেলাধুলার এই প্রাণবন্ত দৃশ্য শহরের ব্যস্ততার মাঝে এনে দেয় এক টুকরো স্বস্তির অনুভূতি।

খেলোয়াড়দের মধ্যে কেউ ভবিষ্যতে বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখে। কেউ আবার শুধুমাত্র আনন্দের জন্যই খেলে। তাদের জন্য এই মাঠ আর বিকেলের হালকা বাতাসই যথেষ্ট। মাঠের বাইরেও বন্ধুদের চিৎকারে ভরে উঠে আশপাশ। দর্শকদের হাততালি আর সমর্থনের ধ্বনি খেলোয়াড়দের আরও উদ্দীপিত করে।

তবে মাঠের গল্প এখানেই শেষ নয়। মাঠের চারপাশে ঘুরে বেড়ায় আরেক দল মানুষ। তরুণদের খেলার উচ্ছ্বাসের পাশাপাশি মাঠজুড়ে দেখা মেলে কিছু নিয়মিত হাঁটতে আসা মানুষের। এরা কেউ অবসরপ্রাপ্ত চাকরিজীবী, কেউবা এলাকার বাসিন্দা। কেউ একা, কেউ আবার বন্ধু বা পরিবারের সঙ্গে।

হাঁটতে থাকা মানুষরা খেলোয়াড়দের উচ্ছ্বাস দেখে মৃদু হেসে উঠেন। কেউ কেউ থেমে খেলোয়াড়দের উৎসাহ দেন, হারিয়ে যান নিজেদের পুরোনো স্মৃতিতে। হাঁটার ফাঁকে অনেকে আড্ডা দেন। স্বাস্থ্য নিয়ে আলোচনা, দিনের খবর কিংবা পুরোনো স্মৃতির গল্প, সবকিছুই উঠে আসে তাদের কথায়। মাঝে মাঝে তারা ক্যাম্পাসের সবুজ গাছপালা আর খোলা আকাশের সৌন্দর্যে হারিয়ে যায়।

এই মাঠ যেন এক মিলনমেলা। কেউ আসেন খেলতে, কেউ হাঁটতে, আবার কেউ নিছক প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে। তরুণদের প্রাণশক্তি আর হাঁটতে থাকা মানুষের শান্ত উপস্থিতি মিলে বিকেলের তিতুমীর কলেজ মাঠ হয়ে ওঠে এক জীবন্ত চিত্রকর্ম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চৌদ্দগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী শাহ নেওয়াজ আটক
১১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:০১