জ ই বুলবুল: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি কর্তৃক পরিচালিত তিন দিনব্যাপী ‘Bancassurance' বিষয়ক প্রশিক্ষণ কোর্সটির ‘Certificate Awarding Ceremony’ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর মহাখালীর একাডেমি ভবনে ব্র্যাক ব্যাংক পিএলসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেটলাইফ বাংলাদেশ এর সিইও আলাউদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের (পিএলসি) ব্যাবস্হাপনা পরিচালক জালালুল আজিম, ব্র্যাক ব্যাংকের (পিএলসি) উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির প্রধান অনুষদ সদস্য এস.এম. ইব্রাহিম হোসাইন, ACII. ও কোর্সের সমন্বয়ক ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হক।
উল্লেখ, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি কর্তৃক ব্যাংক ও বীমাকারীর যৌথ প্রচেষ্টায় বীমা পণ্য বিপণন ব্যবস্থা বহুমুখী করণের লক্ষ্যে এবং গ্রাহকগণের দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সেবা নিশ্চিত করতে ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়েছিল।
‘Certificate Awarding Ceremony’ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক পিএলসি থেকে মোট ৮১ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
পরে প্রধান অতিথি সচিব নাজমা মোবারেক অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শুনেন এবং প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এ সময় নাজমা মোবারেক বলেন, মানুষের জন্য কাজ করতে হবে এবং মানুষের উপকারে সব সময় এগিয়ে আসতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available