নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে স্বাধীন বাংলা ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেওয়া হয় পুরস্কার। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণে মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টেলিভিশন’।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নয়নশ্রী ইউনিয়নের তাশুল্লা বাংলাবাজার বন্ধু মহলের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। ইউপি সদস্য কাজী রিজুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর আলম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল সভাপতি প্রার্থী দুর্জয় মাহমুদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন- শেখ হালিম, নিপেন শীল, ইউসূফ ইয়া মাহমুদ, আব্দুল রহমান রকি, শাহ্ আলম, ইকবাল হোসেন, কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল তালুকদার প্রমুখ।
খেলা পরিচালনা কমিটিতে ছিলেন অনিক মন্ডল। এ সময় ট্রফি দাতা রবিউল ইসলাম ও মোহাম্মদ সারোয়ার উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাসেল হোসেন রাজু।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল আমির হামজা স্পোর্টিং ক্লাব ও রানার্সআপ দল কালীগঙ্গা বন্ধন ক্লাবকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন- মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিটি গ্রামে খেলাধুলার ব্যবস্থা করা জরুরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available