নিজস্ব প্রতিবেদক: টনি খান ইনিস্টিউট অফ স্কিল ডেভেলপমেন্টের (টিকেআইএসডি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল অপরচুনিটি অব হসপিটালিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড উইমেন এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক সেমিনার।
শনিবার (১৮ জানুয়ারি) মোহাম্মদপুরে টনি খান ইনিস্টিউট অফ স্কিল ডেভেলপমেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি তানজিমা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত শেফ টনি খান, ডায়িং বিডির সিইও আবদুল্লাহ ইমরান।
প্রধান অতিথির বক্তব্য তানজিমা হোসেন তার এই সেক্টরে দীর্ঘ কাজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে হসপিটালিটি ইন্ডাস্ট্রির অপরচুনিটি, হাইজিন, হ্যাজার্ডের পাশাপাশি বিদেশে যাওয়ার প্রসেস, বিদেশে কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available