নিজস্ব প্রতিবেদক: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ আয়োজিত আকিজ সিরামিকস প্রেজেন্টস বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৩.০ পাওয়ার্ড বাই বিএসএমআরএম এন্ড এসএমজি ইন এসোসিয়েশন উইথ আকিজ সিমেন্ট।
শনিবার (১৮ জানুয়ারি) ইভেন্টটিতে দেশের সেরা এক্সপার্টস, মার্কেটিং প্রফেশনালস এবং নির্মাণ শিল্পের প্রধান নেতারা একত্রিত হয়েছিলেন। এই ফেস্টের উদ্দেশ্য ছিল বাংলাদেশের কনস্ট্রাকশন এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস সেক্টরের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার পথ খুঁজে বের করা।
“Strengthening Bangladesh Together” থিমের অধীনে ইভেন্টে সাতটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড, চ্যালেঞ্জ এবং সল্যুশন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রকাশিত হয় বিজনেস ব্রিলিয়ানয-এর ৬ষ্ঠ সংখ্যা। এই বিশেষ সংখ্যাটি নিবেদন করা হয়েছে শেখ আকিজ উদ্দিনের স্মৃতির প্রতি, যিনি সাদামাটা জীবন থেকে উঠে এসে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেছেন। এই সংখ্যায় আরও তুলে ধরা হয়েছে দেশের অগ্রগামী কর্পোরেট ব্যক্তিত্বদের: মি. সুব্রত রঞ্জন (এসিআই মোটরস), ড. আরমান সিদ্দিকী (গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার), মিস ফারিয়া ইয়াসমিন (এসিআই কনজিউমার ব্র্যান্ডস), শেখ সাদি আবদুল মজিদ (সুপার স্টার গ্রুপ লিমিটেড)।
প্রথম সেশনে, Market Dynamics and Emerging Trends in the Construction and Building Materials, মডারেটর ছিলেন আকিজ বশির গ্রুপের ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী। আলোচনায় ছিলেন এস. এম. আরাফাতুর রহমান , আবদুল্লাহ আল মামুন, মো. ফাহিম হোসেন, এবং মো. রাশেদুল ইসলাম। বক্তারা ইন্ডাস্ট্রির বর্তমান চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন।
Research Point of View - Painting Connections সেশনে বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ আরঅ্যান্ডডি অফিসার ড. এ. এস. এম. ওবায়দুল্লাহ মাহমুদ নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং গ্রাহকদের সঠিক রঙের চাহিদা মেটানোর সমাধান নিয়ে আলোচনা করেন।
Fragmented Media, AI, and Building Materials সেশনে মডারেটর ছিলেন ব্র্যান্ড গিয়ারের সিইও সৈয়দা উম্মে সালমা। আলোচনায় অংশ নেন সালাহউদ্দিন শাহেদ, এ. কে. এম. নুরুল হক সুমন, হোসাইন শাহ নেওয়াজ , মুনির আহমেদ খান , এবং জুবায়েদ রাসেল। তারা এআই এবং মাল্টি-চ্যানেল মিডিয়া কমিউনিকেশনের নতুন দিক নিয়ে আলোচনা করেন।
কী-নোট সেশনে, Strengthening Bangladesh Together, ক্রাউন সিমেন্টের চিফ অ্যাডভাইজার মাসুদ খান ইন্ডাস্ট্রির উন্নয়নে সহযোগিতা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
Construction Mart - Everything Construction, Inside and Out সেশনে কনস্ট্রাকশন মার্টের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান নির্মাণশিল্পে প্রযুক্তির ভূমিকা এবং টেকসই সল্যুশন নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।
সিমেন্টের আতিক আকবর মডারেশন করেন। আলোচনায় অংশ নেন মো. মশিউর রহমান (আকিজ সিমেন্ট), আসাদুল হক সুফিয়ানী (মেট্রোসেম সিমেন্ট), গালিব মোহাম্মদ (আকিজ স্টিল), মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী (বিএসআরএম), এ. কে. এম. আহসানুল হক (পারটেক্স কেবলস), এবং ইরফান উদ্দিন (বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)। তারা ইন্ডাস্ট্রির টেকসই উন্নয়ন এবং আন্তঃসম্পর্কিত সহযোগিতার বিষয় নিয়ে কথা বলেন।
শেষ সেশনে, Redefining Marketing Approaches for a Robust Building Materials Market, মডারেটর ছিলেন সুমাইয়া মুতিয়াতুর রাসুল। আলোচনায় অংশ নেন মো. তৌফিক হাসান (আকিজ রিসোর্স), শামীম উজ জামান (বার্জার পেইন্টস বাংলাদেশ), আতিক আকবর (সেভেন রিংস সিমেন্ট), সৈয়দ তাসলিম মাহমুদ উল্লাস (কনস্ট্রাকশন মার্ট), এবং শাহরিয়ার জামান (আকিজ বশির গ্রুপ)। বক্তারা নতুন মার্কেটিং কৌশল এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের প্রভাব নিয়ে আলোচনা করেন।
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, “এই ফেস্ট থেকে আমরা বুঝতে পেরেছি আমাদের সম্মিলিত প্রচেষ্টা কীভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুধু অবকাঠামো নয়, একটি শক্তিশালী বাংলাদেশ তৈরি করার জন্যে কাজ করে যাচ্ছি।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available