নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
২৪ জানুয়ারি শুক্রবার ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতাররা হলেন- মো. নুরুল আমিন (২২), শাকিব হোসেন (২১), মো. পারভেজ আহমেদ জুয়েল (৩৮), মো. কবির হোসেন (২৪), মোরশেদ আলম (৩০), মো. আকাশ মোল্লা (২৬), মো. রাকিব (১৯) ও মো. জিয়া (২০)।
উত্তরা-পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টরের কামারপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল। সে সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা কয়েকজন কৌশলে পালিয়ে গিয়েছিল। ওই ঘটনায় ২৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি তদন্তকালে গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত এই আটজনকে শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা উত্তরা-পশ্চিম থানায় রুজুকৃত উক্ত ছিনতাইয়ের মামলার ঘটনায় জড়িত ছিল মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available