• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ রাত ১০:৫১:১১ (27-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ রাত ১০:৫১:১১ (27-Jan-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

‘ফিউচার শাইন বিউটি একাডেমি বাই মুনে’র প্রথম গেট-টু-গেদার অনুষ্ঠিত

২৬ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:৫৯

‘ফিউচার শাইন বিউটি একাডেমি বাই মুনে’র প্রথম গেট-টু-গেদার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সুপরিচিত ‘ফিউচার শাইন বিউটি একাডেমি বাই মুনে’র প্রথম গেট-টু-গেদার অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রোববার উওরার বি এন এস সেন্টারের বাফেট লাউঞ্জে আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও স্পনসরদের নিয়ে আয়োজিত হয় এই গেট-টু-গেদার বা মিলন মেলা।

১৪ জুলাই ২০২৩ সাল থেকে শুরু হয় ফিউচার শাইন বিউটি একাডেমি বাই মুন এর পথযাত্রা। এ পর্যন্ত ৫ জন করে প্রতি ব্যাচে স্টুডেন্ট নিয়ে ফুল বিউটিফিকেশন কোর্স সম্পন্ন হয়েছে। প্রায় ২০টি ব্যাচেরও বেশি শর্ট কোর্সের আয়োজন করে এই প্রতিষ্ঠানটি। এতে ২০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে তাদের ফিউচার গঠনের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন। অল্প সময়ে রাজধানীসহ সারাদেশে বিউটি সেক্টরে সুপরিচিত একটি নাম হয়ে উঠেছে এই প্রতিষ্ঠটি।

এ নিয়ে একাডেমির ম্যানেজিং ডিরেক্টর আকলিমা আক্তার শান্তা বলেন, এই একাডেমির প্রত্যেকটি আয়োজন ছিলো সফল। এ প্রতিষ্ঠানটি এতো অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড শো সিজন থ্রি আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল হেয়ারস্টাইল ক্লাশও আয়োজন করে এই শো। ভবিষ্যতে আরও প্রাণবন্ত ও সফল প্রোগ্রাম মেনেজমেন্টে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

আয়োজিত এই গেট টু গেদারেও ছিলো সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এ সময় ২০২৩ ও ২০২৪ প্রোগ্রামের স্টুডেন্টদের ফুল বিউটিফিকেশন কোর্সের বিদায়ী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১০ জন স্টুডেন্টকে বিশেষ অতিথিদের হাত থেকে দেয়া হয় সার্টিফিকেট ও সম্মাননা।

গেট টু গেদারে স্পনসর অংশীদার ছিলেন- সাবিনা আক্তার লুনা, বিউটি টেক্সটাইল লি, তাহ্জিবাস বাই তানাকা, নিশিতাস বিউটি, জি এল এইচ ও, আখিস মেকওভার, শিরিন মেকওভার, বন্যাস মেকওভার বিউটি সেলন, লোরেটো, মেকাপ রুম বাই মাহবুবা খান, হলুদ গহনা বাই হাবিবা, রুপা, ইশাস টেস্টি ফুড কর্নার, ব্লাশ রাশ বাই মেহ্ফুজা মেকাপ আর্টিস্ট, সাকসেস বিউটি ট্রেনিং সেন্টারসহ সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহিদা আহ্সান, টিউলিপ রহমান, রেহনুমা অদিতি, আফরোজা রুনু, শামীমা আক্তার কুসুম, জিনিয়া সুলতানা মৌ, জোবেদা সুমি, মৌসুমি মৌ, শাহরিয়ার সপনসহ অনেকেই।

বক্তারা বলেন- সব কিছু মিলিয়ে সকলের সহযোগিতায় একটি সফল আয়োজন ছিলো এটি। পরিবার পাশে না থাকলে এতো সুন্দর আয়োজন বা বিজনেস সামলানো সম্ভব হতো না। তাই পরিবারকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে সহযোগিতা চেয়ে এই আয়োজনকে সম্পন্ন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফকিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৯

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়-সূচি প্রকাশ
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:১০


ঘাটাইলে গুড়িয়ে দেয়া হলো অবৈধ সীসা কারখানা
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০

মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ আটক ৪
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:৫৮