নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলিল লেখকদের ৭ দফা দাবি আদায় উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান শামসুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি খাইরুল কবির খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা মহানগর দক্ষিণের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সমাবেশে সংগঠনের মহাসচিব এম.এ. রশিদ, দলিল লেখকদের উদ্দেশ্যে বলেন- আপনারা পথহারা হবেন না, ধৈর্যধারণ করুন, মহান আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের প্রাণের ৭ দফা দাবি একদিন পূরণ হবেই। আমরা বহুবার দলিল লেখক কাউন্সিল গঠন করার জন্য সরকারকে অনুরোধ করিয়া আসছি। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাস্তবায়ন হয়নি। বিগত সরকারের আমলে সন্ত্রাসী চাঁদাবাজ অনভিজ্ঞ লোকজন দলিল লেখার লাইসেন্স নিয়েছে। আমাদের দাবিগুলো দীর্ঘদিন যাবত নানা জটিলতায় আটকে আছে। এখন সময় এসেছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবিগুলো এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই।
আমাদের দাবিগুলো হলো- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। সাবেক আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৪,০০০ টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল লিখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত দলিল লেখা/মুসাবিদাকারক হিসাবে দলিল লেখকদের আসামি করা যাবে না। দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন-কে.এস. হোসেন টমাস, হাজী রফিকুল ইসলাম সরকার, মোস্তাফিজুর রহমান মল্লিক, নূরুল হক, এস.এম আয়নাল হক, আমিনুল ইসলাম আকন, বি.এম. হামিনুর রহমান, এম.এ তাহের, গোলাম মোস্তফা, মো. ফিরোজ আলম প্রমুখ।
এ সমাবেশে সারাদেশ থেকে হাজার-হাজার দলিল লেখকগণ সমাবেশে উপস্থিত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available