নিজস্ব প্রতিবেদক: ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এটি ফেনীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে ফেনীবাসীকে সঙ্গে নিয়ে নিরলস কাজ করে যেতে হবে।
৮ ফেব্রুয়ারি শনিবার ‘ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা: প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক এক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলামের পরিচালনায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
নাগরিক সংলাপে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মনজু, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ, সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার নুর মোহাম্মদ আজমী, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমেদ কামারুজ্জামান মজুমদার, ফেনী সমিতি ঢাকার সহ-সভাপতি মেসবাহ উদ্দিন সাঈদ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, ইসলামী ব্যাংকের সিএফও আবদুর রহিম, সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফ ফাহিম ও পরিষদের লিয়াজোঁ সমন্বয়ক মুহা ও আবিদুর রহমান আবেদ।
নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের মুখপাত্র ওমর ফারুক।
অনুষ্ঠানে অধ্যাপক আবু আহমেদ বলেন, ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ এখন সময়ের দাবি। এটি এখন কোনো জেলাভিত্তিক ইস্যু নয়, এটা জাতীয় নিরাপত্তা ও জাতীয় উন্নয়নের জন্য করা জরুরি।
মজিবুর রহমান মনজু বলেন, ৩টি ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ না হওয়ার পিছনে রাজনৈতিক কারণই বড় কারণ। তাই পলিসি লেভেলে যোগাযোগ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান আমরা বাস্তবায়ন করব, এর পাশাপাশি ফেনীতে ক্যান্টনমেন্ট করা এখন সময়ের দাবি।
গাজী মানিক বলেন, ফেনীর মানুষের অনেক দিনের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। তাই সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। প্রয়োজনে এর জন্য আবার ফেনীর মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে নামব।
ড. আহমেদ কামারুজ্জামান বলেন, ফেনীর বন্যার সময় আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনেক মিস করেছি। সব বড় ইস্যুতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যে ভূমিকা পালন করতে পারে, তা অন্য কিছু দিয়ে কাভার করা যায় না।
ড. হারুন অর রশিদ বলেন, আমাদের এখন সবকিছুকে বাদ দিয়ে এ ইস্যুকে সামনে নিয়ে কাজ করতে হবে। এখনই পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ করার উপযুক্ত সময়।
মাইন উদ্দিন বলেন, মেডিক্যাল কলেজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলস কাজ করে যাব।
সাইদুল ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য শুধু শিক্ষা নয়। পাশাপাশি উন্নয়নের বিকেন্দ্রীকরণ, ভূ-রাজনৈতিক কারণ ও বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতির জন্যও পাবলিক বিশ্ববিদ্যালয় অপরিহার্য।
এছাড়াও সংলাপে বক্তব্য প্রদান করেন ফেনী জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের সভাপতি সাজিন চৌধুরী, ছাত্রদলের ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মজুমদার রশিদ, ফয়জুল্লাহ নোমানী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available