• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ দুপুর ১২:০১:৩৫ (12-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ দুপুর ১২:০১:৩৫ (12-Feb-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

সাবেক এমপি শেখ হেলালের পিএস মুরাদ গ্রেফতার

১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:১১:৪৬

সাবেক এমপি শেখ হেলালের পিএস মুরাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতেন। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দেন সোহেল মুরাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ থেকে বন্ধ যমুনা সেতুতে ট্রেন চলাচল
১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:০২:৪২