• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০৯:০১:৩০ (12-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩০শে মাঘ ১৪৩১ রাত ০৯:০১:৩০ (12-Feb-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে: ডিএমপি কমিশনার

১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৩৬

রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে।

১২ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের বড় সমস্যা হচ্ছে যানজট। একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা বন্ধ করে সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছে।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে। গত ১৫ বছরে যারা গুম, লুটপাট, চাঁদাবাজি ও গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মো. সাজ্জাত আলী বলেন, ছিনতাইকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে আরও বেশি তৎপর হতে হবে। ডিএমপির থানা ও ফাঁড়িগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দায়িত্ববোধ ও আগ্রহ থেকে সবাইকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে রুজু করা মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার ওপর জোর দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, তদন্তে অগ্রগতির পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে আরও তৎপর হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজিবপুরে বিএনপির কর্মী সভা
১২ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৭:০৮





নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান: ৪ মোটরসাইকেল জব্দ
১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৯:৫৬

অপারেশন ডেভিল হান্ট: সদরপুরে গ্রেফতার ৩
১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০০:৩১

পীরগঞ্জে আলু চাষিদের নিয়ে মাঠ দিবস
১২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:২২