• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৭:৫২ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৫৭:৫২ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ঢাকা ক্লাবে রূপায়ণ সিটির আয়োজনে ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

১৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:১৫:২৮

ঢাকা ক্লাবে রূপায়ণ সিটির আয়োজনে ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবে রূপায়ণ সিটি গ্রুপের উদ্যোগে মেজবানের আয়োজন হয়েছে। শুক্রবার দুপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেজবান শুরু হয়।

মেজবান অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ রূপায়ণ গ্রুপ এবং ঢাকা ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির খান রাতুল বলেন, আজকের দিনে এমন একটি আয়োজন সত্যিই চমৎকার। আমরা এখানে অংশ নিতে পেরে  আনন্দিত। রূপায়ণ গ্রুপ ঢাকা শহরের বড় একটি প্লাটফর্ম নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মানুষের কল্যাণে রূপায়ণ গ্রুপ কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান পুটন রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, রূপায়ণ গ্রুপ একটি ব্রান্ড, যা ঢাকা শহরে আবাসন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ঢাকা শহরের নাগরিকদের নিয়ে তাদের ভাবনা উদ্যোগকে আমরা স্বাগত জানাই।  

ঢাকা ক্লাবের সাবেক সভাপতি এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম বলেন, আপনারা জানেন ঢাকা ক্লাব ১১৫ বছরের ঐত্যিহ্যবাহী ক্লাব। ঢাকা ক্লাবের সাথে রূপায়ণের সংযোগ অনেক আগে থেকেই। এই মেজবান দীর্ঘ ১৫ বছর ধরেই চলে আসছে। আমাদের মেম্বার ও তাদের পরবারবর্গ তা উপভোগ করেছে বলে আশা করি।

তিনি বলেন, ঢাকা শহরের আবাসন সংকট নিরসনে ঢাকার বাইরে সিটি তৈরিতে প্রথম উদ্যোগ নেয় রূপায়ণ সিটি। আমরা যেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি সেজন্যই রূপায়ণের সাথে ঢাকা ক্লাবের এই যোগসাজশ। রূপায়ণ গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, আমি প্রথমে রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনটিতে অনেক প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে। আমাদের ক্রিকেট টিমের অনেকের সাথেও দেখা হয়েছে। রূপায়ণ সিটি যে কাজই শুরু করে তার মাধ্যমে তারা মানুষের মাঝে মেলবন্ধনের সুযোগ তৈরি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার
১৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:১৪