• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ১০:২৩:৩৮ (12-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৮শে ফাল্গুন ১৪৩১ সকাল ১০:২৩:৩৮ (12-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে

১৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৪৩:১২

বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি। ১৬ ফেব্রুয়ারি রোববার এক বিজ্ঞপ্তিতে একাডেমির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলার ওয়াশরুমের পাশে নারী ও শিশুদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হবে। বইমেলার বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ড্রিমার ডংকি স্পন্সরের সহায়তায় তাদের কার্যক্রম চালালেও, নির্ধারিত নীতিমালা মানতে ব্যর্থ হয়েছে। অনুমতি না নিয়ে মেলায় যত্রতত্র বিভিন্ন পণ্য বিক্রি করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

একাডেমি আরও জানায়, প্রথম দিকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার সরবরাহ করবে। কিন্তু মেলা কর্তৃপক্ষ দেখতে পায়, প্রতিষ্ঠানটি এসব পণ্যের পাশাপাশি অন্যান্য সামগ্রীও বিক্রি করছে। এতে নিয়ম লঙ্ঘিত হওয়ায় কর্তৃপক্ষ স্টল বন্ধ করে দেয়।

বাংলা একাডেমি স্পষ্ট করেছে, তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কোনো সংকোচ পোষণ করে না এবং বইমেলার নীতিমালা অনুযায়ী বিনামূল্যে ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে। আগেও বইমেলায় বিভিন্ন জরুরি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে এবং এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলা একাডেমি দুঃখ প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে, বইমেলায় ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ