নিজস্ব প্রতিবেদক: আগামীতেও কাজ ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।
সারজিস বলেন, ‘ছয় মাস পেরিয়ে গেল, আমরা কিন্তু প্রত্যাশিত সংস্কার দেখছি না। এটা অন্তর্বর্তী সরকার কিংবা কোনো নির্বাচিত সরকার করতে পারবে না, যদি না আমরা সাধারণ মানুষ তাদের সহযোগিতা করি।’
তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আম জনতার বিশাল একটা অংশকে শুধু ব্যক্তি স্বার্থের জন্য যে লেভেলের তোষামোদি করতে দেখলাম, সেটা আমাদের জন্য লজ্জার। নিজের একটা প্রমোশন, ভালো একটা সুযোগ পাওয়ার জন্য যত রকম তোষামোদি করা যায় তাই করে। সবাইকে এই তোষামোদি বন্ধ করতে হবে।
মুখ্য সংগঠক সারজিস আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো এটা চিন্তা করে না যে, কোন মানুষটাকে চেয়ারে বসালে দেশের ভালো হবে। তারা তার আগে এটা চিন্তা করে, যে মানুষটাকে চেয়ারে বসাচ্ছি সে আমার লোক কি না। এই ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দিয়ে ‘জনগণের ম্যান’র রাজনীতি করতে হবে।’
জুলাই আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনো রয়ে গেছে অভিযোগ করে সারজিস বলেন, ‘যদি আগামীতে কারও কাজ ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available