• ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:০৬:২৩ (24-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১২ই ফাল্গুন ১৪৩১ রাত ১১:০৬:২৩ (24-Feb-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

আইডিএবি’র নির্বাহী কমিটির শপথ গ্রহণ

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪:২০

আইডিএবি’র নির্বাহী কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং অন্যান্য সমসাময়িক পেশাজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ’ (আইডিএবি)। ২৩ ফেব্রুয়ারি রোববার এর প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শপথ পাঠ করেন কমিটির ১১ জন নির্বাচিত সদস্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ স্থপতি ইনিস্টিউটের প্রেসিডেন্ট ড. আবু সাঈদ এম আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এফ.এম মহিউদ্দিন আখন্দ, স্থপতি তানিয়া করিম, মোহাম্মদ নাসিম, অতিরিক্ত মহাপরিচালক, গণপূর্ত অধিদপ্তর (PWD), প্রতিষ্ঠাতা আহ্বায়ক শফিউল ইসলাম।

এর আগে গত ১২ জানুয়ারি মিরপুর ক্রিস্টাল ক্যাসেল কনভেনশান হলে অনুষ্ঠিত প্রথম সভায় প্রথম কাযকরী কমিটি তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সৈয়দ কামরুল আহসান, প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান এবং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে ওয়াসিম সিকদার, স্থপতি  ইসমাইল পারভেজ, সুমন প্রমানিক, এনামুল হক, শরিফুল ইসলাম, ইরফান বাবু, নিয়াজুর রহমান এবং মো. আবদুর রহিম। 

আইডিএবির বিদায়ী আহ্বায়ক শফিউল ইসলাম বলেন, সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই এসোসিয়েশন। এই এসোসিয়েশনের কাছে বাংলাদেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনারদের অনেক দাবি যা এই ইসি কমিটি পূরণ করবেন।

অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি IDAB-এর ভবিষ্যৎ কার্যক্রম, শিল্পের উন্নয়ন ও ডিজাইনারদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। IDAB-এর নবগঠিত নির্বাহী কমিটি ভবিষ্যতে দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৬:১৮

গাংনীতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
২৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৫:৩৪




দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী সাঈদ ঢাকা থেকে গ্রেপ্তার
২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:২২

আইডিএবি’র নির্বাহী কমিটির শপথ গ্রহণ
২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪:২০