• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:০১:৩৫ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:০১:৩৫ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

ভিডিও না করে আসুন ছিনতাইয়ের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলি: ডিএমপি কমিশনার

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৪৫:৩৫

ভিডিও না করে আসুন ছিনতাইয়ের বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তুলি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ছিনতাই প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, অপরাধ হলে আশপাশের মানুষ প্রতিরোধ না করে মোবাইল বের করে ভিডিও করছেন। আমি অনুরোধ করবো, আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি। একটা লোক বিপদগ্রস্ত হলে সবাই এগিয়ে যাই।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান কার্যক্রম পরিদর্শনকালে এসব বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এখন একটা ঘটনার সঙ্গে সঙ্গে ভিডিও করে। আগে যে প্রতিরোধের চেষ্টা করতো এখন সেটা চোখে পড়ে না। ওই লোকটা যে বিপদে পড়েছে তার সাহায্যে এগিয়ে না গিয়ে ভিডিও করে। তাই আমি অনুরোধ করি আসেন, সবাই প্রতিরোধ গড়ে তুলি।

তিনি বলেন, মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি ব্যবহার করে যারা ছিনতাই করে তাদের অনুসন্ধান এবং চেক করছি। ছিনতাইকারীরা যাতে ধরা পড়ে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। চিহ্নিত যেসব সন্ত্রাসী আছে তাদের আমরা এই অভিযানের মাধ্যমে আটক করবো। তবে সব ক্ষেত্রে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

পাড়া-মহল্লায় চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে ছিনতাইয়ের প্রশ্নে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা দেখবেন, ঢাকা শহরে ক্রাইম এগেনেস্ট প্রপার্টির মধ্যে সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে ছিনতাই করা। কারণ হলো, একটা চাপাতি আর দুই তিনজন মিলে চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে।

রামপুরায় সোনা ব্যবসায়ীকে গুলি করার বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি, আগামীকালের মধ্যেই আপনাদের একটা ভালো খবর দিতে পারবো। ভালো কাজ হচ্ছে হোপফুলি কালকে ভোটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ।

উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে ঝুলিয়ে পেটানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন নিজের হাতে তুলে নিতে বলছি না। আমি যেটা বলছি, সম্মিলিতভাবে আমরা একটা প্রতিরোধ সৃষ্টি করি এবং আমাদের যে বিভিন্ন ল’ ইনফোর্সিং এজেন্সির লোকা আছি, রাস্তায় কাজ করছে, আপনারা তাদের হাতে তুলে দেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১৪:৫৮


ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:২৩

সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:৪৬

নারায়ণগঞ্জে ২৮ মামলার আসামি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২২:৩৪