নিজস্ব প্রতিবেদক: মধ্য রাতে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে ছাত্র-জনতা। ৪ মার্চ মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। এরপর সেখানে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী হাজির হয়।
৪ মার্চ মঙ্গলবার দিনগত রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করে। পরে গেট খুলে দিলে শতাধিক ছাত্র-জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুক তল্লাশি করেন।
মো. শামিম বলেন, শুনেছি ওই বাসায় বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও করে ছাত্র-জনতা।
তবে ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি। শুধু বাড়ির কাজের লোক ও সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available