• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:০৫:০২ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:০৫:০২ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলো সাহসিকা সম্মাননা ২০২৫

৯ মার্চ ২০২৫ বিকাল ০৪:৩২:১৫

নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলো সাহসিকা সম্মাননা ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ‘বাধ ভেঙ্গে দাও...’ স্লোগানে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা ২০২৫।

৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তার হাতে সাহসিকা সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার।

এ বছর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ক্যাটাগরিতে ড. আফরোজা পারভীন (নারী উন্নয়ন শক্তি), প্রযুক্তি ও উন্নয়ন ক্যাটাগরিতে নিশাদ নার্গিস (নকিব টেকনোলজি), ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিতে অভিনেত্রী রিচি সোলাইমান (ইটারনাল বিউটি লাউঞ্জ), টেকসই পণ্য ক্যাটাগরিতে মাকসুদা খাতুন (শাবাব লেদার), শিশুশিক্ষা ক্যাটাগরিতে ঈশিতা জাহাঙ্গীর (কারুপীঠ পাপেট), গৃহপণ্য ক্যাটাগরিতে জেবিন সুলতানা (জারা ফ্যাশন), ঐতিহ্যপণ্য ক্যাটাগরিতে নিগার সুলতানা (আরুবাস কালার বুটিস) এবং পর্যটন ও বিনোদন ক্যাটাগরিতে ফাতিমা সুলতানা উর্মি (ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, খুলনা) সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা লাভ করেন।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. আমজাদ হোসেন খান ও ইনস্টিটিউট অব ব্যাংকার বাংলাদেশ এর মহাসচিব মিস লাইলা বিলকিস আরা।

এছাড়া যমুনা ব্যাংক পিএলসি হেড অব এসএমই এনএইচএন নুসরাত, বিকাশ লি. এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ সেন গুপ্ত, দ্য সিটি ব্যাংক পিএলসি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ওমেন ব্যাংকিং ব্রাঞ্চ হেড ফারহানা আক্তার পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন।

শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা। করোনার ক্রান্তিকালে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করে বিগত কয়েক বছরে সাহসিকা একটি অনবদ্য উদ্যোগে পরিণত হয়েছে সাহসিকা এবং সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেন অতিথিবৃন্দ।

এর আগে Funding and Fitness for Female শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শিমুল মজলিশ এর সঞ্চালনায় এতে আলোচক হিসেবে অংশ নেন যমুনা ব্যাংকের এসএমই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রমাকান্ত দাস, পুষ্টিবিদ ইসরাত জাহান এবং অভিনেত্রী এবং নারী উন্নয়ন শক্তি এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। এসময় নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা, মনোবল বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনার পাশাপাশি বক্তারা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।

নারী উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং ও AI Application in Business বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফারিদুজ্জামান স্বাধীন। স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ার এর উদ্যোগে তৃতীয় বারের মতো এ আয়োজনে সহযোগী ছিল দ্য সিটি ব্যাংক, বিকাশ, লংকা বাংলা ফাইন্যান্স, যমুনা ও মেমোরিস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
৯ মার্চ ২০২৫ রাত ০৯:০৫:৩৬