নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বিনিয়োগ সংযোগকারী প্ল্যাটফর্ম ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সোমবার রাজধানীর অভিজাত বনানী ক্লাবে এ বিশেষ ইফতার মাহফিল বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবীর মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা লায়ন মো. কাওসার বলেন, ‘ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সংযোগ স্থাপনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়িক অংশীদার খুঁজে পাচ্ছেন এবং তাদের বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি আবরার শাকিল চৌধুরী বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে বিনিয়োগ, অভিজ্ঞতা এবং রিসোর্স শেয়ার করতে পারছেন। এতে অভিজ্ঞ ব্যবসায়ীদের দিকনির্দেশনায় ছোট ব্যবসায়ীরাও উপকৃত হচ্ছেন, যা দেশের উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।’
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সম্মানিত করা হয়।
ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্যোক্তা ও বিনিয়োগ সংযোগকারী আয়োজন করার পরিকল্পনা রয়েছে। দেশের তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ উপযোগী করে বিনিয়োগ উপযোগী করে গড়ে তোলার জন্য বিশেষ বিনিয়োগ মূলক ক্যাম্প, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সেশন আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক ইকো সিস্টেম আরো শক্তিশালী করার লক্ষ নির্ধারণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available